বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

করোনার(Coronavirus) জেরে দীর্ঘদিন ধরে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার পর অবশেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে কালীঘাট মন্দির(Kalighat temple)।

চলতি মাসের শুরুর দিকে বিজ্ঞপ্তি জারি করে মন্দির কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল করোনার প্রকোপ বাড়ায় ১১-২৬ জানুয়ারি পর্যন্ত কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহ ভক্তদের জন্য বন্ধ থাকবে। যদিও বাইরে থেকে মন্দির দর্শনের ব্যবস্থা রাখা হয়। মন্দিরের গর্ভগৃহে পুজোর জন্য প্রবেশের অনুমতি ছিল শুধুমাত্র পালাদার ও সেবায়েতদের। এরপর গত ১৫ জানুয়ারি নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। যেখানে খোলা জায়গায় মেলাসহ বেশকিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়। সেই নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জানুয়ারি থেকে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের জন্য খুলে যাবে। অবশেষে আগামীকাল থেকে সেই নির্দেশ কার্যকর হচ্ছে।