Monday, August 25, 2025

দিল্লির কুচকাওয়াজে বাদ পড়লেও ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhash Chandra Basu) নিয়ে তৈরি বাংলার ট্যাবলো প্রদর্শিত হল রেড রোডে (Red Road)। সাক্ষী থাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee)।

বুধবার, সকাল সোয়া ১০টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। হাজির হন রাজ্যপাল। দুজনে সৌজন্য বিনিময় করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন ধনকড়। শুরু হয় কুচকাওয়াজ। রাজ্য সরকারের তরফে আগেই বলা হয়েছিল, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ট্যাবলো (Tableau) তৈরি করা হয়েছে। এদিন রেড রোডে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে অন্যতম আকর্ষণ ছিল সেই ট্যাবলো। ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া, ১৬ ফুট উঁচু ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটি মূর্তি ছিল। সুভাষচন্দ্রের জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার বিষয়ে তথ্যচিত্রের অংশ দেখানো হয় সেখানে রাখা LED-তে। হাত জোড় করে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

এ বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের তরফ থেকে নেতাজি বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব ছিল। তা খারিজ করে দেয় কেন্দ্র। এর বিরোধিতা সরব হন সকলে। কেন্দ্রকে চিঠি পাঠান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়। নেতাজিকে সম্মান জানিয়ে ২৬ জানুয়ারি রেড রোডের কুচকাওয়াজে থাকবে তাঁকে নিয়ে তৈরি ট্যাবলো।

কোভিডবিধির কারণে এবারও আমন্ত্রিতের সংখ্যা ছিল হাতে গোনা। সংখ্যা ছিল কম। কুচকাওয়াজ দেখতে দর্শকদের প্রবেশের উপরেও কড়াকড়ি ছিল।

রেড রোডের মূল অনুষ্ঠানের জায়গা কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ওই এলাকা ১১ টি জোনে ভাগ করা দেওয়া হয়। প্রতি জোনের দায়িত্বে ছিলেন একজন করে ডিসি পদমর্যাদার অফিসার।

 

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version