Saturday, November 1, 2025

বিজেপিতে ফের কেলেঙ্কারি, দল না করা ব্যক্তি এবার জেলা কমিটির সহ-সভাপতি

Date:

গেরুয়া শিবিরে গৃহযুদ্ধের মধ্যেই ফের কেলেঙ্কারি। ঘোষিত হওয়া জেলা কমিটিতে স্থান পেলেন দলের বাইরের লোক। যা নিয়ে তোলপাড় বিজেপিতে (BJP)। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আলিপুরদুয়ারে (Alipurduar)। বছরখানেক আগে দল ছেড়েছিলেন। সেই নেতার নাম বিজেপির নতুন জেলা কমিটিতে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল আলিপুরদুয়ারে (Alipurduar)। প্রায় একবছর আগে গেরুয়া শিবির ত্যাগ করা এক ব্যক্তিকে বিজেপির আলিপুর দুয়ারে নতুন জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

আলিপুর দুয়ার সাংগঠনিক জেলার ভাস্কর দে নামের ওই নেতা গতবছর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। বুধবার নয়া জেলা কমিটি প্রকাশ্যে আসতে দেখা যায়, সহ-সভাপতি পদে নাম রয়েছে তাঁর। তালিকায় ফোন নম্বরটিও তাঁর। যা ফেলে ক্ষোভ উগরে দেন ভাস্কর দে। তাঁর কথায়, “গত একবছর ধরে বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিজেপির নেতাদের সঙ্গেও আমার যোগাযোগ নেই। এই দলে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়। তাই পার্টি ছেড়ে ছিলাম। আমি এখন কোনও দল করি না। তবে রাজ্যে যারা উন্নয়ন করছে, তাদের পক্ষে আমি। সেখানে কীভাবে আমার নাম জেলা কমিটিতে ঢোকানো হল বুঝতে পারছি না।” এই ঘটনার পরই জেলাজুড়ে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, সাসপেন্ড হওয়া বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রেস কনফারেন্স করে নতুন জেলা কমিটি কেন তৈরি হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই চাপের মুখে পড়ে তড়িঘড়ি বেশকিছু সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা করে বিজেপি। সেই তালিকাই বুধবার প্রকাশ্যে আসে। আর তা নিয়েই জেলায় জেলায় নতুন করে ক্ষোভে ফেটে পড়েছে আদি বিজেপি নেতারা। কারণ, জেলা কমিটিগুলিতে কার্যত গায়ের জোরে নব্য, দলবদলু, তৎকাল বিজেপিদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

Related articles

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...
Exit mobile version