Tuesday, November 11, 2025

Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

Date:

‘সমাজে তখনই আপনি জায়গা পাবেন, যখন আপনি কথা বলবেন। সংঘবদ্ধতাই একমাত্র রাস্তা’। বৈঠক বা পিকনিক নয়, নিজেদের অধিকার রক্ষার্থে এবার মতুয়াদের একজোট হতে আহ্বান করলেন বিজেপি সরকারের মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

সাধারণতন্ত্র দিবসের দিন মতুয়াধাম ঠাকুরনগরে স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিলেন শান্তনু ঠাকুর। এরপর নদীয়ার চাকদহের লক্ষ্মীপুর গ্রামে মতুয়াদের ধর্মসভায়ও যোগ দেন বিজেপি সাংসদ। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে উঠে আসতে হবে’। বার্তা দেন, ‘আমি স্বদেশে থেকে বিদেশি হব কেন? ভারতের নাগরিক হয়ে আমরা রাতারাতি বেনাগরিক হয়ে গেলাম। এই অবস্থায় জন্য দায়ি কে? আমাদের শিক্ষা নিতে হবে। রাজনৈতিক অধিকার অর্জন করতে হবে। আমাদের ১০০ বছরের ইতিহাসের কোথাও পড়ানো হয়? ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটছে। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, তোমরা শিক্ষা নাও। রাজনীতি কর। জংলি পশুদের মত মতুয়াদের ফেলে দেওয়া হয়েছিল। ভাবতে হবে দেশভাগটা কত বড় চক্রান্ত ছিল’।

আরও পড়ুন- জেলা কমিটিতে ভাই, এবার বিজেপিতে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েমের পথে শুভেন্দু

প্রসঙ্গত, একুশের নির্বাচনে হারের ধাক্কা সামলাতে না সামলাতে কলকাতা পুরসভার ভোটেও বিপুল বারের মুখ দেখেছে বিজেপি। বেড়েছে দলের মধ্যে মনমালিল্য। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ইতিমধ্যেেই হোয়াটসঅ্যাপ ছেড়েছেন একাধিক বিধায়ক সহ বিজেপি নেতাদের একাংশ। অন্যদিকে বাদ যাননি বনগাঁ সাংসদ, মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরও। কয়েকদিন আগেই কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকও করেছেন বিক্ষুদ্ধ নেতারা। এমনকী, বনগাঁর গোপালনগরের রঘুনাথপুরে পিকনিক করতেও দেখা গিয়েছে তাঁদের।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version