Thursday, August 21, 2025

বিজেপিতে ফের কেলেঙ্কারি, দল না করা ব্যক্তি এবার জেলা কমিটির সহ-সভাপতি

Date:

গেরুয়া শিবিরে গৃহযুদ্ধের মধ্যেই ফের কেলেঙ্কারি। ঘোষিত হওয়া জেলা কমিটিতে স্থান পেলেন দলের বাইরের লোক। যা নিয়ে তোলপাড় বিজেপিতে (BJP)। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত আলিপুরদুয়ারে (Alipurduar)। বছরখানেক আগে দল ছেড়েছিলেন। সেই নেতার নাম বিজেপির নতুন জেলা কমিটিতে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল আলিপুরদুয়ারে (Alipurduar)। প্রায় একবছর আগে গেরুয়া শিবির ত্যাগ করা এক ব্যক্তিকে বিজেপির আলিপুর দুয়ারে নতুন জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

আলিপুর দুয়ার সাংগঠনিক জেলার ভাস্কর দে নামের ওই নেতা গতবছর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। বুধবার নয়া জেলা কমিটি প্রকাশ্যে আসতে দেখা যায়, সহ-সভাপতি পদে নাম রয়েছে তাঁর। তালিকায় ফোন নম্বরটিও তাঁর। যা ফেলে ক্ষোভ উগরে দেন ভাস্কর দে। তাঁর কথায়, “গত একবছর ধরে বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিজেপির নেতাদের সঙ্গেও আমার যোগাযোগ নেই। এই দলে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়। তাই পার্টি ছেড়ে ছিলাম। আমি এখন কোনও দল করি না। তবে রাজ্যে যারা উন্নয়ন করছে, তাদের পক্ষে আমি। সেখানে কীভাবে আমার নাম জেলা কমিটিতে ঢোকানো হল বুঝতে পারছি না।” এই ঘটনার পরই জেলাজুড়ে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, সাসপেন্ড হওয়া বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রেস কনফারেন্স করে নতুন জেলা কমিটি কেন তৈরি হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই চাপের মুখে পড়ে তড়িঘড়ি বেশকিছু সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা করে বিজেপি। সেই তালিকাই বুধবার প্রকাশ্যে আসে। আর তা নিয়েই জেলায় জেলায় নতুন করে ক্ষোভে ফেটে পড়েছে আদি বিজেপি নেতারা। কারণ, জেলা কমিটিগুলিতে কার্যত গায়ের জোরে নব্য, দলবদলু, তৎকাল বিজেপিদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version