Monday, December 29, 2025

Shantanu Thakur: অধিকার রক্ষায় মতুয়াদের একজোট হওয়ার আহ্বান শান্তনুর

Date:

Share post:

‘সমাজে তখনই আপনি জায়গা পাবেন, যখন আপনি কথা বলবেন। সংঘবদ্ধতাই একমাত্র রাস্তা’। বৈঠক বা পিকনিক নয়, নিজেদের অধিকার রক্ষার্থে এবার মতুয়াদের একজোট হতে আহ্বান করলেন বিজেপি সরকারের মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।

সাধারণতন্ত্র দিবসের দিন মতুয়াধাম ঠাকুরনগরে স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিলেন শান্তনু ঠাকুর। এরপর নদীয়ার চাকদহের লক্ষ্মীপুর গ্রামে মতুয়াদের ধর্মসভায়ও যোগ দেন বিজেপি সাংসদ। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে উঠে আসতে হবে’। বার্তা দেন, ‘আমি স্বদেশে থেকে বিদেশি হব কেন? ভারতের নাগরিক হয়ে আমরা রাতারাতি বেনাগরিক হয়ে গেলাম। এই অবস্থায় জন্য দায়ি কে? আমাদের শিক্ষা নিতে হবে। রাজনৈতিক অধিকার অর্জন করতে হবে। আমাদের ১০০ বছরের ইতিহাসের কোথাও পড়ানো হয়? ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটছে। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, তোমরা শিক্ষা নাও। রাজনীতি কর। জংলি পশুদের মত মতুয়াদের ফেলে দেওয়া হয়েছিল। ভাবতে হবে দেশভাগটা কত বড় চক্রান্ত ছিল’।

আরও পড়ুন- জেলা কমিটিতে ভাই, এবার বিজেপিতে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েমের পথে শুভেন্দু

প্রসঙ্গত, একুশের নির্বাচনে হারের ধাক্কা সামলাতে না সামলাতে কলকাতা পুরসভার ভোটেও বিপুল বারের মুখ দেখেছে বিজেপি। বেড়েছে দলের মধ্যে মনমালিল্য। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ইতিমধ্যেেই হোয়াটসঅ্যাপ ছেড়েছেন একাধিক বিধায়ক সহ বিজেপি নেতাদের একাংশ। অন্যদিকে বাদ যাননি বনগাঁ সাংসদ, মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরও। কয়েকদিন আগেই কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকও করেছেন বিক্ষুদ্ধ নেতারা। এমনকী, বনগাঁর গোপালনগরের রঘুনাথপুরে পিকনিক করতেও দেখা গিয়েছে তাঁদের।

 

spot_img

Related articles

মহানগরীতে মদ্যপ মহিলা যাত্রী, বেসামাল তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে মন জিতলেন ক্যাবচালক 

এটাই বাংলা, এটাই কলকাতা। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহরে মহিলারা মধ্যরাতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এই...

সোমে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, তুষারপাতে বর্ষবরণের সম্ভাবনা উত্তরে!

বছর শেষ হতে আর মাত্র দু দিন বাকি, কিন্তু শীতের ইনিংস এখনও বেশ কয়েকদিন চলবে। সোমবার সকালে কলকাতার...

কলকাতার গেস্ট হাউসে রক্তাক্ত মহিলা, কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের!

উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩৮ বছর বয়সী মহিলার সঙ্গে বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজের প্রেমের সম্পর্ক। রবিবাসরীয় দুপুরে...

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...