Tuesday, November 4, 2025

ঐতিহাসিক টাউন হলে পুর অধিবেশনে সুব্রতর নামে রাস্তা-সংগ্রহশালা তৈরির সিদ্ধান্ত

Date:

আজ, শুক্রবার ঐতিহাসিক টাউন হলে (Town Hall) হয়ে গেল কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশন। এটা ছিল নতুন বোর্ডের দ্বিতীয় অধিবেশন। দুপুর আড়াইটে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (late Subrata Mukherjee) নামে কলকাতা (Kolkata) তিলোত্তমার একটি রাস্তা এবং সংগ্রহশালা তৈরির প্রস্তাব আসে। জানা গিয়েছে, ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদর্শনা মুখোপাধ্যায় এই বিষয়ে প্রস্তাব এনেছেন অধিবেশনে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাতে সীলমোহর লাগানো হয়।

প্রসঙ্গত, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম পুর বোর্ডের প্রথম মেয়র ছিলেন। এবং তাঁর সময়কালে দক্ষতার সঙ্গে পুরবোর্ড পরিচালনা করেছিলেন সুব্রতবাবু। একইসঙ্গে রাস্তা, ব্রিজ, আলো থেকে পার্ক, কলকাতার একাধিক উন্নয়ন হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে। সবমিলিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদকে মরণোত্তর সম্মান জানাতে মেয়র ফিরহাদ হাকিম নেতৃত্বাধীন বর্তমান পুরবোর্ডের এই উদ্যোগ মনে করা হচ্ছে।

বালিগঞ্জ অঞ্চলের কোনও একটি রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সংলগ্ন ক্লাব সংগ্রহশালা হিসেবে করা যায় কি না, সেই ব্যাপারেও এদিন অধিবেশনে আলোচনা পর বিষয়টি খোঁজখবর নিতে বলা হয়েছে।

আরও পড়ুন- AITC Tripura: ত্রিপুরায় তৃণমূলে যোগ কমিউনিস্ট যমুনা বিশ্বাসের

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version