Tuesday, August 26, 2025

পুরকর্মীরা সময়মতো পেনশন-বেতন পাবেন, পোস্টার কাণ্ড উড়িয়ে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

Date:

অবশেষে পোস্টার বিতর্কে জল ঢাললেন কলকাতার মেয়র (KMC Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) এমন ঐতিহাসিক টাউন হল (Town Hall) পুরসভার অধিবেশনের পর তিনি সাফ জানিয়ে দেন, তিনি আছেন। বিষয়টি দেখছেন। পুরসভার কর্মীদের পেনশন পেতে কোনও সমস্যা হবে না। সকলেই সময় মতো পাবেন পেনশন (Pensioen)। একসঙ্গে মেয়র জানান, কে বা কারা এই পেনশন না পাওয়ার পোস্টার টাঙিয়েছে সেটা খুঁজে বার করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। বলেছেন, এটা বিরোধীদের কাজ। কোনওভাবেই বেতন বা পেনশনের মতো বিষয় বন্ধ হবে না। যদি দলের কেউ এই পোস্টার কাণ্ডে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিন অধিবেশনের শুরুতেই পুর-পেনশন ইস্যুতে সরব হয় বিজেপি (BJP)। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) অধিবেশন শুরুর আগে টাউন হলের গেটে বিক্ষোভ দেখান। সজল ”নো পেনশন, নো কেএমসি” লেখা একটা ফেস্টুন পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তিনি বলেন, কলকাতা কর্পোরেশনের কোষাগারের অবস্থা খারাপ হলে, কাউন্সিলরদের ভাতা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ করা যাবে না।

প্রত্যুত্তরে মেয়র দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ফিরহাদ হাকিমের কথায়, “পেনশন আমরা আগে দেব। পেনশন আর মাইনেতে আমরা হাত দেব না। রেগুলার কালেকশন দিতে ওটা আগে দেব। গত কয়েক মাস আমি ছিলাম না। ম্যায় হুঁ না!”

আরও পড়ুন- Assembly: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল, সংসদেও অপসারণের দাবি তোলার পরিকল্পনা

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version