Tuesday, August 26, 2025

Assembly: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল, সংসদেও অপসারণের দাবি তোলার পরিকল্পনা

Date:

রাজ্য-রাজ্যপাল সংঘাত থামতেই চাইছে না। রাজ্যপালের রাজভবনে সাংবাদিক বৈঠক, সেই সম্পর্কে স্পিকারের মন্তব্য, তা নিয়ে আবার রাজ্যপালের বিবৃতি- এই নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে বিধানসভায় (Assembly) নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল (TMC)৷ আগামী বাজেট অধিবেশনেই এই প্রস্তাব আনার পরিকল্পনা করা হয়েছে।

এদিন, রাজ্যপাল বিবৃতিতে সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে রাজ্যপাল বলেন, তাঁর কাছে বিধানসভায় যাওয়ার কারণ জানতে চাইতে পারেন না স্পিকার! বিধানসভায় কখন যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আছে তাঁর৷ বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায় (Tapas Ray) কটাক্ষ করে বলেন, স্বাধীনতার পর কোনও রাজ্যের রাজ্যপাল এভাবে রাজনৈতিক নেতার মতো আচরণ করেননি৷ দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন ধনকড়। “অথচ বিধানসভায় ভাষণ পাঠ করার সময় তাঁকে বলতে হয় ‘আমার সরকার৷'” তবে, তাপস রায় জানান, দলে আলোচনার পরই নিন্দা প্রস্তাব আনার বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

এই বিষয় নিয়ে বিধানসভায় বিজেপি-র (BJP) মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল নিন্দা প্রস্তাব আনলে সেখানে কী অভিযোগ করা হয় তা দেখেই তাঁরা নিজেদের বক্তব্য জানাবেন।

এদিকে, ইতিমধ্যেই রাজ্যপালকে অপসারণের দাবিতে সংসদের দুই কক্ষেই প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷ সাংসদ সৌগত রায় (Sougata Ray) জানান, সংসদের বাজেট অধিবেশনেই বিষয়টি উত্থাপন করার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন- বাজেট পেশের ঠিক আগে দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা হলেন নাগেশ্বরন

 

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version