Nabanna: বড় ঘোষণা নবান্নের: জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য

কোভিড কালে আর্থিক মন্দা জেরে মধ্যবিত্তের ভাঁড়ারে টান। এই কারণেই জমি-বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার

কোভিড কালে দেশজুড়ে আর্থিক মন্দা। কারণে তৃতীয় ঢেউয়ে জেরবার জনজীবন এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর শোনানো নবান্ন (Nabanna)। জমি-বাড়ি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটির (Stamp Duty) ছাড় আরও দু’মাস বহাল রাখল রাজ্য সরকার। সেই ছাড়ের মেয়াদ আগে একবার বৃদ্ধি করা হয়েছিল। ২০২১ সালের অক্টোবর মাসে তিন মাসের জন্য ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। ৩১ জানুয়ারি তার মেয়াদ শেষ হচ্ছে। নবান্ন সূত্রে খবর, ছাড় মিলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। এবিষয়ে শনিবারই অর্ডার পাশ হয়েছে।

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য বাজেটে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়। গত বছর অক্টোবর মাসে এক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ৩১ জানুয়ারি সেটা শেষ হচ্ছে। ফের আরও দুমাস এই ছাড়ের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য।

আরও পড়ুন- বিজেপিকে ধ্বংস করার জন্য শুভেন্দু একাই যথেষ্ট, ক্ষোভ উগরে দল ছাড়লেন যুবমোর্চা নেতা

Previous articleছেলের খেলায় উচ্ছসিত জামশেদ নাসিরি, চান বাগানের হয়ে এই ধারাবাহিকতা বজায় রাখুক কিয়ান
Next articleAtin Ghosh: পুরসভার আর্থিক সঙ্কট কাটাতে শিল্পোদ্যোগীদের আহ্বান ডেপুটি মেয়র অতীনের