Tuesday, August 26, 2025

রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক, ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে করোনা টিকা

Date:

রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আর এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য দফতর জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরি করতে হবে।দুয়ারে সরকার ক্যাম্প থেকে করোনা টিকা যেমন মিলবে, তেমনি করা হবে ডায়াবেটিস, মুখের ক্যানসার, চোখ পরীক্ষাও।

আরও পড়ুন – Nabanna : সরকারি জমিতে অবৈধ দখলদার সরাতে তৎপর নবান্ন

ইতিমধ্যেই আমজনতার কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প সাড়া ফেলেছে জাতীয় স্তরেও। এবার এই দুয়ারে সরকারের মাধ্যমে জনগণকে স্বাস্থ্য বিষয়ক আরও সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসলে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষকে দিচ্ছে রাজ্য সরকার। সেই ক্যাম্প থেকেই এবার টিকাকরণ করার সিদ্ধান্ত । এর ফলে টিকাকরণের গতি বাড়বে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে।

সম্প্রতি দুয়ারে সরকার পেয়েছে জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version