Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) কিয়ানের দুরন্ত হ‍্যাটট্রিকে ডার্বি জয় বাগান ব্রিগেডের। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে ম‍্যাঠে নেমে এটিকে মোহনবাগানকে ৩-১ গোলে জেতালেন তিনি। হলেন ম‍্যাচের নায়ক।

২) ছেলের খেলায় উচ্ছসিত জামশেদ নাসিরি। চান বাগানের হয়ে এই ধারাবাহিকতা বজায় রাখুক কিয়ান।

৩) ৪৪ বছরের খরা কাটালেন অ‍্যাশলে বার্টি। অস্ট্রেলিয়ান ওপেনের চ‍্যাম্পিয়ন হলেন তিনি। শেষ ১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষ অজি টেনিস খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস খেতাব জিতেছিলেন। আর তারপর ২০২২ সালে জিতলেন বার্টি।

৪) শারীরিক অবস্থা সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্তের। শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন এই ফুটবলারকে। শনিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৫) আসন্ন এশিয়ান গেমসে  অংশগ্রহণকারী ভারতীয় দাবাড়ুদের মেন্টর হিসেবে কাজ করতে চলেছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। এদিন এমনটাই জানালেন অল ইন্ডিয়া চেস ফেডারেশন। দীর্ঘ ১২ বছর পর আবারও ফিরছে এশিয়ান গেমসে দাবা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleইছাপুরে খুন তৃণমূল নেতা, চাঞ্চল্য এলাকায়
Next articleভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা