Wednesday, August 27, 2025

ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট: ধনকড়- পেগাসাস অধিকারীকে নয়া জুটি হিসাবে চিহ্নিত কুণালের

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) এবং শুভেন্দু (Suvendu Adhikari) ওরফে পেগাসাস অধিকারীকে নতুন জুটি হিসেবে চিহ্নিত করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার কুনাল টুইট করে লেখেন, ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট। পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্যপাল মুখ্য ভূমিকায়। এবং রাজ্যপালের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন শুভেন্দু অধিকারী। যা পুরোটাই এখন বিনোদনের প্যাকেজ।

আরও পড়ুন: মহাত্মা গান্ধীর মৃত্যু দিনেও ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, কী বললেন জ্যোতিপ্রিয়?

কুণাল (Kunal Ghosh) এদিন বলেন, “জগদীপ ধনকড় পেগাসাস অধিকারীকে কোলে নিয়ে জুটি বাঁধতে চাইছেন। ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট। বঙ্গরাজনীতির নতুন বিনোদন।
বিজেপির বিদ্রোহ, কাদাছোঁড়াছুড়ি থেকে নজর ঘোরাতে রাজ্যপাল পদের সম্মানকে ধুলোয় মিশিয়ে তৃণমূল কংগ্রেস এর বিরোধিতার বৃথা চেষ্টা।”

 

এখন বঙ্গ রাজনীতির নতুন জুটি রাজ্যপাল এবং পেগাসাস অধিকারী। শোনা যাচ্ছে, একে অপরকে সমর্থন করায় মূলত এঁদের কাজ। সবাই জানে বঙ্গ বিজেপিতে এখন কাদা ছোড়াছুড়ি চলছে। একদিকে শান্তনু ঠাকুরের গোষ্ঠী, একদিকে বিদ্রোহীদের গোষ্ঠী, একদিকে বহিষ্কারের গোষ্ঠী, একদিকে দিলীপ গোষ্ঠী। বিজেপি এখন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। বিজেপি কার্যত ভেঙে যাওয়ার মুখে। বিজেপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে তৈরি হচ্ছে কমিটি। এই পরিস্থিতিতে সকলের নজর ঘোরাতে মঞ্চে নেমে পড়েছেন রাজ্যপাল। সঙ্গে দোসর পেগাসাস অধিকারী। দু’জনের কথায় কোনো রাজনৈতিক ও সাংবিধানিক মাহাত্ম্য নেই, পুরোটাই বিনোদনের জায়গা এসেছে। ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট সিনেমার সঙ্গে তুলনা করা যায়।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version