বিতর্কিত কারখানার জমিতে হতে চলেছে মাছের ভেড়ি। শনিবার থেকে সিঙ্গুরের (Singur) কারখানার জমিতেই মাছের (Fish) ভেড়ি করার জন্য বড় বড় পুকুর তৈরির কাজ শুরু করছে রাজ্য সরকার।

হুগলি জেলার সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার জমি নিয়ে আন্দোলনের পথ তৃণমূলের ক্ষমতায় আসার পর সুগম করে। তৃণমূল সরকারের তরফ থেকে বলা হয়েছিল জমির মালিকদের জমি ফেরত দেওয়া হবে। সেই জমি ফেরতও দেওয়া হয়। তবে, সেই জমিতে ধান বা অন্য কোনও সবজি চাষ ভালো না হওয়ায় এবার সিঙ্গুরের কারখানার জমিতে মাছের চাষের জন্য ভেড়ি তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তিনটে জেসিবি দিয়ে সেই কাজ শুরু করেছে এগ্রো ইরিগেশন দফতর।

আরও পড়ুন:ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনা, একজনের অবস্থা গুরুতর
