Monday, August 25, 2025

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই উত্তেজনা মণিপুরে, পুড়ল মোদির কুশপুতুল

Date:

এরাজ্যের পাশাপাশি এবার মণিপুরেও বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ফেব্রুয়ারিতে ভোট মণিপুরে। রবিবার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর আদি এবং নব্যর দ্বন্দ্ব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।প্রার্থী তালিকা প্রকাশের পর এতটাই অসন্তোষ তৈরি হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল পোড়ানো হয়।

আরও পড়ুন- Pegasus: সংসদে মিথ্যে বলেছে কেন্দ্র, স্পিকারের কাছে পদক্ষেপের আবেদন সৌগতর

বিক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এমন ১০ জন নেতাকে টিকিট দেওয়া হয়েছে, অথচ এতদিন ধরে যাঁরা দলের হয়ে কাজ করল, খাটলো তাঁদের টিকিট দেওয়া হয়নি। বিজেপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যাঁদের টিকিট পাওয়ার কথা ছিল, অথচ টিকিট পাননি এমন অনেক নেতাই এদিন ইস্তফা দেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ইম্ফল রাজ্যে বিজেপির সদর দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এদিন মণিপুরের ৬০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পুরনো কেন্দ্র হেইনগ্যাং থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গতবার ২১টি আসন পেয়েছিল বিজেপি। পরে ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রণ্ট নামের ছোট দলগুলির সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল তাঁরা। সেই ২১ জনের মধ্যে ১৯ জনকে টিকিট দেওয়া হয়েছে। টিকিট পাননি বাকি দু’জন। ৬০ জনের প্রার্থী তালিকায় মাত্র তিন জন মহিলা এবং একজন মুসলিম সম্প্রদায়ের প্রার্থী নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অন্যদিকে বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নিজের ঘনিষ্ঠদের টিকিট দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতি বিজেপির ভোটব্যাঙ্কে আদৌ কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version