Saturday, August 23, 2025

আমি কিন্তু আয়কর বাড়তে দিইনি: মধ্যবিত্তের আশাভঙ্গের পর মস্করা নির্মলার

Date:

করোনাকালে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কর কাঠামোয় পরিবর্তন আনা হবে, প্রত্যাশা ছিল এমনটাই। তবে মধ্যবিত্ত রীতিমতো হতাশ হয়েছেন অর্থমন্ত্রী(finance Minister) নির্মলা সীতারামণের(Nirmala sitharaman) বাজেট বক্তৃতায়। গত বছরের পর এ বছরও অপরিবর্তিত রাখা হয়েছে কর কাঠামো। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিষয়টি উঠে আসতেই মজা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন, “আমি কিন্তু কর বাড়াতে দিইনি। এক পয়সাও কর বাড়াতে দিইনি।” পাশাপাশি নির্মলা সীতারামন বলেন, “আগেরবার প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, ঘাটতি যতই থাক, জনগণের উপর বাড়তি কর চাপানো যাবে না। এবারও একই নির্দেশ ছিল। প্রধানমন্ত্রী সেই নির্দেশ পালন করা হয়েছে।”

পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে ক্রিপ্টো ও ডিজিটাল রুপির প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ক্রিপ্টো এবং ‘ডিজিটাল রুপি’ পুরোপুরি আলাদা। ক্রিপ্টো দুনিয়ার যাঁরা মুনাফা লাভ করছেন, তাঁদের থেকে কর নেওয়া হবে। তাঁদের উপর কর ধার্য করার জন্য কোনও আইনের প্রয়োজন নেই। ক্রিপ্টোকারেন্সি ওপর ৩০% কর ধার্য করেছে সরকার। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক থেকে মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “দামের কারণে মানুষ যখন সমস্যায় পড়েন, সেটার সুরাহা করা আমাদের দায়িত্ব। আমরা সেইমতো ব্যবস্থা নিয়েছে। এতদিনে মূল্যবৃদ্ধির হার ছ’শতাশের উপর তেমনভাবে যায়নি।”

আরও পড়ুন:এই বাজেট পুঁজিবাদীদের জন্য, কর্মহীনদের জন্য কিছু নেই: চিদম্বরম

এদিকে কেন্দ্রীয় সরকারের এই বাজেটের তীব্র সমালোচনা করা হয়েছে বিরোধীদের তরফ। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “এই বাজেট পুঁজিপতিদের বাজেট, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কোন সুরাহা নেই বাজেটে।” কেন্দ্রীয় বাজেটে রীতিমতো হতাশ দেশের করদাতারাও। আশা করা হচ্ছিল করো না ও চরম মূল্যবৃদ্ধি এই পরিস্থিতিতে আয়করে হয়তো খানিক ছাড় দেবে সরকার। তবে ছাড় তো দূরের কথা বিষয়টি নিয়ে রীতিমতো মস্করা করলেন দেশের অর্থমন্ত্রী।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version