Monday, November 10, 2025

Rahul Reaction Contro: সংসদে রাহুলের বক্তব্যের বিরোধিতায় সরব আমেরিকা, মার্কিন ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল

Date:

মোদি সরকারের বিদেশনীতির সমালোচনা করায় বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস (Congress) নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। এমনকী, তাঁর সমালোচনা করলেন খোদ আমেরিকার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র। রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, চিন আর পাকিস্তানকে একসারিতে বসিয়ে ভারতের জনগণের প্রতি অন্যায় করেছে বিজেপি। ভারতের দুই শত্রুর মধ্যে কার্যত যোগসূত্র স্থাপর করে দিয়েছে কেন্দ্র। রাহুলের বক্তব্য নিয়ে আপত্তি জানাল আমেরিকা। তাদের মতে, চিন এবং পাকিস্তান সম্পর্কে রাহুলের করা মন্তব্য, সমর্থনযোগ্য নয়। তবে,আমেরিকার এই ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। তাদের মতে, সংসদে করা রাহুলের মন্তব্য নিয়ে হঠাৎ চিন ও পাকিস্তানের হয়ে কেন গলা ফাটাচ্ছে তারা!

রাহুলের অভিযোগ, ভারতের বিরুদ্ধে চিনের পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সেটা ডোকলাম এবং গালওয়ানে দেখিয়েছে। কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেছে আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস (Ned Price) বলছেন, এ বিষয়টি তাঁরা পাকিস্তান এবং চিনের উপরই ছেড়ে দিতে চান। “ওদের মধ্যেকার সম্পর্ক নিয়ে ওরাই কথা বলুক। তবে, এই ধরনের কোনও মন্তব্য আমরা সমর্থন করি না”।

রাহুলের এই মন্তব্য নিয়ে দেশজুড়েও বিতর্ক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) বলেন, পাকিস্তান এবং চিনের সুসম্পর্ক নতুন কিছু নয়। রাহুল গান্ধীর জানা উচিত, পাকিস্তান এবং চিনের মধ্যে সুসম্পর্কের ছয়ের দশক থেকে শুরু। এর জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার দায়ী নয়। তবে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আমেরিকার ‘দাদাগিরি’ কতটা সমর্থন যোগ্য তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক  মহল।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version