বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:
অসমে অনেকটাই নিম্নমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ। সেইসঙ্গেই কমছে সংক্রমণের হার (Positivity Rate)। এই অবস্থায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ফের পুরোদমে স্কুল খোলার (Schools Reopen) কথা ভাবা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই স্কুলগুলিতে সশরীরে স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়ে যাবে।স্কুলে আসতে পারবে সব বয়সের সমস্ত শ্রেণির ছাত্রছাত্রীরা।
মুখ্যমন্ত্রীর আশা, আগামী কিছুদিনের মধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমে ১ হাজারের কাছাকাছি হবে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই দৈনিক সংক্রমণ আরও কমবে বলে আমরা মনে করছি। দৈনিক সংক্রমণ ১ হাজারের নীচে নামলেই আমরা রাজ্যে নাইট কার্ফুর সময়সীমা খানিকটা কমিয়ে দেব। সেক্ষেত্রে নাইট কার্ফু চালু করা হবে রাত ১১টা থেকে।”
করোনা পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসায় অসমে স্কুল চালু করা হয়েছিল। কিন্তু, এরই মধ্যে গোটা দেশের মতো এখানেও ওমিক্রনের দাপট বাড়তে শুরু করে। ফলে গত ২৫ জানুয়ারি থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে এসে সশরীরে পঠনপাঠন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন করে সংক্রমণ না বাড়লে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবার স্কুলমুখী হতে পারবে নিচু ক্লাসের পড়ুয়ারা।
রাজ্যে ইতিমধ্যে কিশোর-কিশোরীদের টিকাকরণের কাজও শুরু করা হয়েছে। তাদের সকলের টিকা দেওয়া হয়ে গেলে সশরীরে পঠনপাঠনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।