কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিয়েছে তাদের নির্দেশ ছাড়া অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারবে না।শর্ত হিসাবে বলা হয়েছে, আবেদনকারীকে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে।
অবশ্য অনুব্রতর বিরুদ্ধে তদন্ত জারি রাখতে পারবে সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়।বিচারপতি জানান, অনুব্রত মণ্ডল প্রধান অভিযুক্ত নন। তাঁর নাম এফআইআরে নেই। তবে তাঁকে বোলপুর বা দুর্গাপুরে ডেকে জিজ্ঞাসা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকাল ১১টায় অনুব্রতকে ডেকেছিল সিবিআই।শুনানি চলাকালীন সেই সময় পেরিয়ে যাওয়ায়,ফের নতুন করে তাকে ডাকতে পারে সিবিআই।
গত ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার হন। কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ-সহ একাধিক তৃণমূল নেতাকে। এর পর বিজেপি কর্মী খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে। শুক্রবার তাঁকে তদন্তকারীদের সামনে হাজির থাকতে বলা হয়। কিন্তু অনুব্রত জানান, তিনি অসুস্থ। তাই এখন সিবিআই দফতরে হাজির হতে পারবেন না।