Wednesday, December 17, 2025

Atk Mohunbagan: মুম্বইয়ের বিরুদ্ধে জিতে শেষ চারে জায়গা পক্ত করতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

শেষ ম‍্যাচে এসসি ইস্টবেঙ্গলের ( Sc Eastbengal) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। বৃহস্পতিবার পরবর্তী ম‍্যাচে নামছে বাগান ব্রিগেড। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি( Mumbai City fc)। গত মরশুম থেকে মুম্বই সিটি এফসি-কে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার আরও একবার গত বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। চলতি আইএসএলে প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের কাছে পাঁচ গোল হজম করেছিল অ্যান্তনিও লোপেজ হাবাসের দল। জুয়ান ফেরান্দর ছেলেরা ব্যর্থতার ছবিটা বদলাতে মরিয়া হবেন সন্দেহে নেই। ডার্বি জয়ের পর গোটা দলের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু ডার্বির পরের ম্যাচটাই সব সময় কঠিন হয়। সেটা মাথায় রেখেই বাকিদের সতর্ক করে দিচ্ছেন বাগানে বড় ম্যাচের অভিজ্ঞ ফুটবলাররা।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুম্বই ম্যাচেও রয় কৃষ্ণের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুরু থেকে সম্ভবত নেই তিনি। ম্যাচের পরিস্থিতি বুঝে পরিবর্ত হিসেবে তাঁকে খেলাতে পারেন জুয়ান। পরের ম্যাচ ও প্লে-অফের কথা ভেবে দলের গোলমেশিনকে বাঁচিয়ে রাখতে চাইছেন স্প্যানিশ কোচ। তবে খেলার জন্য তৈরি সন্দেশ ঝিঙ্গান। এই ম্যাচে সবার নজর থাকবে ডার্বির নায়ক কিয়ান নাসিরির দিকে। বড় ম্যাচে হ্যাটট্রিকের পর লিগের অন্যতম শক্তিশালী দলটির বিরুদ্ধে জামশিদ নাসিরির পুত্র কেমন পারফরম্যান্স করেন, সেদিকে নজর থাকবে সবার। ২১ বছরের কিয়ানকে অবশ্য সুপার-সাব হিসেবেই ব্যবহার করতে চাইছেন কোচ। শুরু থেকে খেলিয়ে ব্যর্থ হলে চাপে পড়ে যেতে পারেন। তাই এখনই প্রথম একাদশে কিয়ানকে ব্যবহার করতে চান না জুয়ান। ম্যাচের আগের দিন তিনি বললেন, “ওর জন্য আমি খুব খুশি। জায়গা তৈরি, ফিনিশিং, পাসের টাইমিং সব ক্ষেত্রেই কিয়ান খুব ভাল। তবে ওকে সময় দিতে হবে। প্রতি ম্যাচেই ও উন্নতি করবে।”

মুম্বইয়ের সময়টা এখন ভাল যাচ্ছে না। অন্যদিকে, মোহনবাগান টানা সাত ম্যাচে অপরাজিত। এই পরিস্থিতিতে মুম্বই-বধের কি সেরা সুযোগ? জুয়ান বলে দিলেন, “আমি অতীত নিয়ে ভাবছি না। আমাদের তিন পয়েন্ট চাই। কারণ, লিগের শেষ চারের লড়াইয়ে ফেরাটা জরুরি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...