হুগলির (Hoogli) ডুমুরদহের গজিনগরে ভেজাল দুধের কারবারের হদিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ভেজাল সামগ্রী ও বহু সরঞ্জাম আটক করল বলাগড় থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সন্ধেয় গজিনগরের ওই ভেজাল দুধের (Milk) কারখানায় হানা দেয় পুলিশ (Police)। সেখানে খাটালের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল দুধের কারবার। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু, সিআই মগড়া অরূপ ভৌমিক, ওসি বলাগড়-সহ বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয় ঘটনাস্থলে। তল্লাশি চালিয়ে ধরা পরে পাম তেল ও মনোপটাশিয়ামের মত রাসায়নিক। যার সাহায্যে দুধের পরিমাণ বাড়ানো হত। বেশ কিছু নামকরা কোম্পানিতে এই ভেজাল দুধ যেত বলে অভিযোগ।

অভিযোগ, দীর্ঘ দিন ধরে ওই ভেজাল দুধের কারবার চালাচ্ছিলেন লক্ষ্মণ। তাঁর বাড়িতে পঁচিশটি গরু হয়েছে। সেই গরুর দুধের সঙ্গে ভেজাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে বিভিন্ন নামী কোম্পানিতে গাড়ি করে দুধ সরবরাহ করতেন। এমনভাবে ভেজাল মেশানো হত যা পরীক্ষা করলেও ধরা পড়ত না।
