করোনা অতিমারি আবহে রাজস্ব (Revenue,) সংগ্রহ অনেকটাই কমেছে রাজ্যে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) দুঃখ প্রকাশ করে বলেন, “কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা ৯০ হাজার কোটিরও বেশি। এখনও সেই টাকা পাইনি।” মমতা বলেন, “কোনও অপ্রয়োজনীয় বা বাজেট বহির্ভূত খরচ নয়। সরকারি অর্থ সঞ্চয় হয় সে দিকে খেয়াল রাখতে হবে। মুখ্যসচিব বা অর্থ দফতরের অনুমোদন ছাড়া নতুন প্রকল্প নয়।”



এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, “সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়। কাজের নিরিখে কিছু জেলা পিছিয়ে। বীরভূম, পুরুলিয়া-সহ একাধিক জেলা পিছিয়ে রয়েছে।”

