Wednesday, May 14, 2025

এসসি ইস্টবেঙ্গল ২
চেন্নাইয়িন এফসি ২

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র রাখতে সক্ষম হল এসসি ইস্টবেঙ্গল। খেলার ফল ২-২। ড্যারেন ও হামতের গোলে হার বাঁচাল মারিও রিভেরার দল। তবে ড্র করে এক পয়েন্ট পেয়ে শেষ স্থান থেকে উঠে লিগের দশ নম্বরে উঠল লাল-হলুদ। চেন্নাইয়িন এফসি উঠল ছয় নম্বরে।

ডার্বি হার ভুলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচ শুরুর à§§à§« মিনিটের মধ্যে রক্ষণের ভুলে দু’গোল হজম করে বসে লাল-হলুদ। গোটা লিগে লাল-হলুদ রক্ষণকে নির্ভরতা দেওয়া লেফট ব্যাক হীরা মণ্ডলের ভুলে শুরুতেই ০-২ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। দু’টি গোলই হীরার ভুলে।

খেলার ২ মিনিটের মাথায় হীরা আত্মঘাতী গোল করে বসেন। ধাক্কা সামলে ওঠার আগেই ফের হীরার একটি মিস পাস থেকে বল ধরে লাল-হলুদ রক্ষণকে পরাস্ত করে গোল করে যান চেন্নাইয়িনের মণিপুরী উইঙ্গার নানথই মিতাই। শেষ পর্যন্ত চেন্নাইয়িনের অনুকূলে ২-০ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর গোল শোধের চেষ্টায় নতুন উদ্যমে শুরু করে ইস্টবেঙ্গল। ৬১ মিনিটে প্রথম একটি গোল শোধ করে লাল-হলুদ। ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করেন ড্যারেন সিডওয়েল। এদিন দুর্দান্ত ফুটবল খেললেন ডাচ মিডফিল্ডার। চেন্নাইয়িনের গোলকিপার দেবজিত মজুমদারকে কোনও সুযোগই দেননি ড্যারেন। গোল পেয়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয় ইস্টবেঙ্গল। হাই প্রেসিং ফুটবল খেলে মারিও রিভেরার দল। এই সময় কয়েকটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ। চোটের জন্য হীরাকে তুলে নেন রিভেরা। আদিল, পেরোসেভিচ, সৌরভ দাসদের তুলে নামান ফ্রান সোতা, রফিক, হামতে, রাজু গায়কোয়াড়কে। ইনজুরি টাইমের প্রথম মিনিটেই গোল শোধ করে ইস্টবেঙ্গল। আঙ্গুসানার কর্নার থেকে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন হামতে।

Related articles

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের...

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...
Exit mobile version