Monday, August 25, 2025

Saraswati puja-school : স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে

Date:

স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকেই খুলে গেল স্কুল । আর মাত্র একদিন পরেই সরস্বতী পুজো। তাই বহু স্কুলে শেষ মুহূর্তে সরস্বতী পুজোর আয়োজন শুরু হতে চলেছে। সকলেই এখন ছুটছেন প্রতিমা কিনতে। গোটা মালদহ জেলা জুড়েই এখন এই চিত্র। গত দু’বছর ধরে বন্ধ ছিল স্কুল। তাই স্কুলে সরস্বতী পুজোর হওয়ার কোনও প্রশ্নই ওঠে নি। কিছু স্কুলে নাম মাত্র পুজো হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন ছিল না। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার স্কুল কলেজ খোলা হল। তবে আজ প্রথম দিন স্কুল কলেজগুলিতে উপস্থিতির হার কিছুটা কম ছিল। আজ স্কুল খুলে যাওয়ায় এ বছরের সরস্বতী পুজোয় পূর্ণ উদ্যমে এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি পর্ব শুরু করেছে স্কুল -কলেজ কর্তৃপক্ষ। কিছুদিন আগেও স্কুল খোলার পরিস্থিতি তৈরি না হওয়ায় হওয়ায় কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের।

  মালদহ পোস্ট অফিস মোড় এলাকায় দেখা গেল সরস্বতী প্রতিমা কিনতে আয়োজকদের ভিড় উপচে পড়ছে। মালদহ বাল্য বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা দেবশ্রী মজুমদার জানান সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল আজ থেকে খোলা হল । করোনা বিধি মেনেই স্কুলের পঠন -পাঠন শুরু করা হল। তবে ছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কম। এরমধ্যে সরস্বতী পুজো স্কুলে করা হবে। তবে সব ক্লাসের ছাত্রীরা সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতে পারবে না ।
শুধুমাত্র একাদশ শ্রেণির ছাত্রীদের পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হবে। ইংরেজবাজার শহরের বিশিষ্ট সংগীত শিল্পী সুখময় মজুমদার জানান করোনা সময় কাল থেকে ছাত্র-ছাত্রীদের এই গৃহবন্দি অবস্থায় ছিল । তবে এবার তারা গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে আবাররও স্কুলের পঠন -পাঠনে ফিরতে পারবে। রাজ্য সরকারের ভূমিকা‌কে ধন্যবাদ জানাই।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version