Friday, August 22, 2025

Z ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান, দোষীদের বিরুদ্ধে UAPA ধারায় মামলার দাবি ওয়েইসির

Date:

উত্তরপ্রদেশে(UttarPradesh) নির্বাচনী প্রচারে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছিলেন এআইএমআইএম (AIMIM)প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)। তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। এই ঘটনার জেরে এবার ওয়েইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় সরকার। তবে সে নিরাপত্তায় দিন প্রত্যাখ্যান করলেন এআইএমআইএম সাংসদ। উল্টা কেন্দ্রীয় সরকারকে বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন অভিযুক্ত বন্দুকবাজদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় দায়ের করা হোক মামলা।

এ প্রসঙ্গে শুক্রবার সংবাদমাধ্যমকে ওয়েইসি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। আমার ‘জেড’ স্তরের নিরাপত্তারও প্রয়োজন নেই। আমি এটা ফিরিয়ে দিচ্ছি। দয়া করে সুবিচার করুন এবং বন্দুকবাজের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন (ইউএপিএ)-তে মামলা করুন। এই লোকগুলো কারা, যারা ব্যালটে নয়, বন্দুকে বিশ্বাস রাখে? প্রধানমন্ত্রীর নিরাপত্তাই যেখানে বিঘ্নিত হয়, সেখানে আমি কে!”

আরও পড়ুন:হলোগ্রাম মূর্তি নেভায় সাফাই কেন্দ্রের, ‘জেনেশুনে নেতাজিকে অপমান’ পাল্টা তৃণমূল

উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার থেকে দিল্লি ফেরার সময় এক টোল প্লাজার সামনে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হন ওয়েইসি। তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েইসি বলেন, “আমি দিল্লি যাচ্ছিলাম মিরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়ি লক্ষ্য করে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি।” এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় ভোটমুখী উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে থাকে। শুক্রবার সকালে ওয়েইসিকে ‘জেড’ স্তরের নিরাপত্তা দেওয়ার কথা জানা যায়। সেই নিরাপত্তাই ফিরিয়ে দিলেন মিম প্রধান।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version