Wednesday, August 27, 2025

Atk Mohunbagan: মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করলেও, দলের খেলায় খুশি বাগান কোচ

Date:

গত বৃহস্পতিবার মুম্বই সিটি এফসির ( Mumbai City fc) সঙ্গে এগিয়ে থেকেও ড্র করে এটিকে মোহনবাগান ( ATK Mohunbagan)। যার ফলে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের মুখ আর দেখতে পায় না জুয়ান ফেরান্ডোর দল। তবে দল ড্র করলেও, দলের খেলায় অখুশি নন বাগান কোচ। তিনি বলেন, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল, সেই অনুযায়ী অখুশি হওয়ার মতো ফল হয়নি।

সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” আমাদের অনেক সমস্যা ছিল। প্রচুর সুযোগ তৈরি করা সত্ত্বেও তিন পয়েন্ট না পাওয়াটাই তো বড় সমস্যা। একটা নিজ গোল হয়েছে ঠিকই। কিন্তু জেতার অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। সময়টা এমন খারাপ যাচ্ছে যে একটা ভাল দল গড়াই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সব দলকেই অবশ্য এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের দলে যেমন রয় কৃষ্ণার চোট আছে। উইলিয়ামসকে মাঝপথে চোটের জন্য তুলে নিতে হল। কিয়ানেরও চোট হয়েছে। জনি কাউকো ১৫ দিন পরে মাঠে নামল। এই রকম একটা কঠিন সময়েও দল যখন বিপক্ষকে চাপে রাখতে পারছে, আক্রমণ তৈরি করছে, প্রচুর গোলের সুযোগ পাচ্ছে, তখন আমার খুশি হওয়ারই কথা। কিন্তু অন্য দলগুলোর মতো আমাদেরও নানা সমস্যা সত্ত্বেও মাঠে দল নামাতে হচ্ছে। এই অবস্থায় ছেলেদের পাশে দাঁড়াতেই হবে।”

বাগানের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণা, প্রায় অনেকদিন মাঠের বাইরে। আজও স্কোয়াডে ছিলেন না তিনি। কী অবস্থা তাঁর? সেই নিয়ে জুয়ান বলেন,” ওর চোটের জন্য। তিন সপ্তাহ আগে ওড়িশার বিরুদ্ধে ও চোট পায়। হায়দরাবাদ, এসসি ইস্টবেঙ্গল কোনও ম্যাচেই খেলতে পারেনি। ও এখনও সুস্থ হয়ে ওঠেনি বলে স্কোয়াডে ছিল না। তবে দ্রুত সুস্থ হয়ে উঠছে ও।”

পরের ম্যাচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে দুরন্তে ছন্দে তারা। কোন বিশেষ পরিকল্পনা? এই নিয়ে বাগান কোচ বলেন,”পরিকল্পনা তো রয়েছেই। কিন্তু সেটা বলতে পারব না। আমার ইচ্ছা, উদ্দেশ্য এখন কাউকে জানাতে পারব না। তবে এখন এই পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি নেব আমরা।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version