Lata Mangeshkar: ফের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে সুরসম্রাজ্ঞী লতা

শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে।

সরস্বতীপুজোর দিনেই ফের আশঙ্কাজনক সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত 27 দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে (Breach Candy Hospital) চিকিৎসাধীন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন লতা। করোনার উপসর্গ মৃদু থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানেই চিকিৎসক প্রতীত সমদানির অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে লতা মঙ্গেশকরের চিকিৎসা চলছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে ফের পরিস্থিতির অবনতি হয় লতা মঙ্গেশকরের। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সুরসম্রাজ্ঞী।

করোনা রিপোর্ট পজিটিভ আসায় ৯ জানুয়ারি লতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে উন্নতির হয়েছিল। খুলে নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। তবে, হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতির অবনতি হয়েছে। ফের ভেন্টিলেশনে দিতে হয়েছে লতাকে।

আরও পড়ুন:ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে, হিজাব বিতর্কে টুইট রাহুলের