Surajit Sengupta: শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত

শনিবার হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে যে, তাতে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে।

আগের থেকে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta)। তাঁর শরীরে নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। শনিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

শনিবার হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে যে, তাতে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে। চিকিৎসক অজয়কৃষ্ণা সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে সুরজিৎ সেনগুপ্তের। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। বিশেষজ্ঞেরা তাঁকে সবসময় পর্যবেক্ষণে রাখছেন।

আরও পড়ুন:Rohit Sharma: ‘বিরাট কোহলির নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চাই’, বললেন রোহিত

Previous articleকী ভাবছেন, কী করতে চলেছেন অভিষেক?
Next articleBus Accident: বেপরোয়া গতি! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কনেযাত্রীদের বাস, জখম ৪০