Friday, January 9, 2026

TMC: পুরভোটের আগে দলের সর্বস্তরে একডজন গাইড লাইন জারি তৃণমূলের

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যে আসন্ন ১০৮টি পৌরসভা ভোটের জন্য দলের সর্বস্তরের নেতা-নেত্রী, কর্মী-সমর্থকদের জন্য প্রায় একডজন নির্দেশিকা জারি করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় স্থানীয় নেতা-কর্মী-সমর্থকদের অনেকের মধ্যেই সাময়িক একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। এই নির্দেশিকার মধ্যে দিয়ে তৃণমূল যে একটি শৃঙ্খলা পরায়ণ দল, সেই বার্তায় সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে। দলের উপর কেউ নয়, দলের একটাই প্রতীক, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে মহামারি আবহে কোভিড বিধি মেনে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা মানুষের আরো কাছে পৌঁছে যাওয়ার কথাও বলা হয়েছে।

একনজরে তৃণমূলের পুর-নির্দেশিকা—

(১) দল যাঁকে দল প্রার্থী করবে, তাঁকেই সমর্থন করবে দলের সব শাখা, গণসংগঠন। এবং দলীয় প্রার্থীর হয়েই প্রচারে নামতে হবে।

(২) মিছিল, মিটিংয়ে কমিশনের বিধি মেনে চলতে হবে।

(৩) ডিজিটাল মাধ্যমে প্রচারে জোর। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীকে প্রচার করতে হবে অন্তত দু’বার।

(৪) ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন ইস্যু তুলে ধরতে হবে

(৫) শেষ ভোটে যেসব এলাকায় বিরোধীরা এগিয়ে ছিল বা যাঁরা অন্য দলের ভোটার হিসেবে পরিচিত, তাঁদের বাড়ি বাড়ি দিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি তুলে ধরতে হবে প্রার্থীদের।

(৬) শুধুমাত্র এলাকায় উন্নয়ন বা স্থানীয় ইস্যু নয়, প্রচারে মুখ্যমন্ত্রীর ছবি-সহ রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে কীভাবে মানুষ উপকৃত হয়েছে, তা তুলে ধরতে হবে।

আরও পড়ুন- Surajit Sengupta: শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত

(৭) প্রচারে বাধা দিয়ে বিরোধীদের ইস্যু করার সুযোগ দেওয়া যাবে না। কেউ কোনও আপত্তিকর কাজ করলে, সঙ্গে প্রশাসন ও দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে। বাড়তি ভোটের জন্য এমন কোনও পদক্ষেপ নয়, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

(৮) মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গে ঢালাও কাজ ও জঙ্গলমহলে উন্নয়নের প্রচার।

(৯) যাঁরা অন্য দল থেকে তৃণমূল আসতে চান, এমন নেতা-কর্মীদের সঙ্গে যোগাযাগ বাড়াতে হবে। কেউ ফিরতে চাইলে, এলাকাভিত্তিক সিদ্ধান্ত নয়। দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে।
(১১) প্রচারে ওয়ার্ডে ওয়ার্ডে পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবামূলক কাজের উল্লেখ। আগামির পরিকল্পনা
এলাকায় এলাকায় গিয়ে জানাতে হবে প্রার্থীদের।

(১২) বিরোধীরা অনৈতিক কাজ করলে আইনি পথে তার মোকাবিলা। শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা।

আরও পড়ুন- Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করবেন ইশান কিষান, জানালেন ভারত অধিনায়ক

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...