মধ্যরাতে বাইপাসে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তারপর যা হল…

বেপরোয়া গাড়িতে চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে

দুর্ঘটনা (accident)  এড়াতে ট্রাফিক আইন traffic rules) নিয়ে রাজ্য সরকার (State Government) কড়া মনোভাব দেখালেও, হুঁশ ফিরছে না অনেকের। ট্রাফিক আইন (traffic rules) ভাঙার জরিমানা কয়েক গুণ বাড়ানো হলেও এখনও অসচেতন অনেক মানুষ। এবং তাঁদের জন্যই বাড়ছে দুর্ঘটনা (accident)।

ফের রাতের শহরে বেপরোয়া গতি। হাইল্যান্ড পার্ক (highland park) সংলগ্ন ইএম বাইপাসে (Bypass) দাঁড়িয়ে থাকা পরপর দুটি পুলিশের (police) গাড়িতে ধাক্কা মারে ওই গাড়ি। অল্পের জন্য রক্ষা পান পুলিশকর্মীরা।

আরও পড়ুনঃ Weather-Bengal : মেঘ কেটেছে, ঝকঝকে আকাশ সরস্বতী পুজোয়, তবে উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে 

ঘটনা, গতকাল শুক্রবার মাঝরাতের। বাঘাযতীন রেল ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্কের মোড়ে বেপরোয়া গতিতে আসা গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতেও সজোরে ধাক্কা মারে। রাতে
পেট্রলিং-এর ডিউটিতে থাকা পুলিশকর্মীরা তখন গাড়ি থেকে ফুটপাথে থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। তবে ওই সময় গাড়িতে থাকা কয়েকজন পুলিশকর্মী আঘাত পেয়েছেন। বেপরোয়া গাড়িতে চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যেও আহত হয়েছেন দুই জন যাত্রী। আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা করান হয়।

আরও পড়ুনঃ Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। তাকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।