Sourav Ganguly: বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রীর নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি

সকাল সকাল দীক্ষা মঞ্জরিতে গিয়ে অঞ্জলি দিলেন সৌরভ। সেখান প্রসাদ খাওয়া থেকে সকলের সঙ্গে কথাও বললেন তিনি।

বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ( Dona Ganguly) নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি। সকাল সকাল দেখা গেল প্যান্ট-শার্ট পরে বাড়ির পাশে স্ত্রীর স্কুলে অঞ্জলি দিলেন বিসিসিআই সভাপতি ( Bcci President)।

সরস্বতী পুজোর দিন কলকাতায় থাকলে সাধারণত স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরীতে অঞ্জলি দেন মহারাজ। এবারেও তার অন্যথা হল না। সকাল সকাল দীক্ষা মঞ্জরিতে গিয়ে অঞ্জলি দিলেন সৌরভ। সেখান প্রসাদ খাওয়া থেকে সকলের সঙ্গে কথাও বললেন তিনি। তবে এ বার একাই ছিলেন মহারাজ। মেয়ে সানার পড়াশোনার জন্য লন্ডনে রয়েছেন, সেখানেই রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

রবিবার থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম‍্যাচের একদিনের সিরিজ। রাতে সেইখানে উড়ে যাওয়ার কথা সৌরভের।

আরও পড়ুন:Sushil Kumar: সুশীল কুমারের জামিনের আবেদন নিয়ে পুলিশের কী অবস্থান, জানতে চাইল দিল্লি হাইকোর্ট