দল বাড়লে প্রত্যাশা বাড়ে, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভকে স্বাভাবিক মনে করেন অভিষেক

রাজ্যে আসন্ন ১০৮ পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ। এতে কি ভোটের মুখে দলের অস্বস্তি বাড়ছে না? কীভাবে এই সমস্যা সামাল দেবে তৃণমূল কংগ্রেস? এ প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, “তৃণমূল কংগ্রেস রাজ্যের বুকে অনেক বড় দল। তাই অনেকে ভেবেছিলেন এবার পুরসভায় প্রার্থী হতে পারবেন। হয়তো পাঁচ শতাংশ নেতা-কর্মীর ক্ষেত্রে তা হয়নি। তাই একটা ক্ষোভ-বিক্ষোভ থাকবেই। এনিয়ে দল সিদ্ধান্ত নেবে। সঠিক পদক্ষেপ গ্রহণ করে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”

এরপরই তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থক, স্থানীয় নেতানেত্রীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, “ভরসা রাখুন, তৃণমূলে এক ব্যক্তি এক পদ প্রতিষ্ঠিত হবে। আমি চাই এক পরিবার থেকে একজন রাজনীতি করুক। আর পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বলতে পারি, দল বাড়লে প্রত্যাশা বাড়ে, প্রার্থী তালিকা ক্ষোভ স্বাভাবিক ব্যাপার। দুই-একটি ক্ষেত্রে সমস্যা নিশ্চয়ই হয়েছে। প্রথম প্রকাশিত তালিকা, এবং পরে স্বাক্ষর সমন্বিত তালিকা, দুটোতেই সামান্য বিভ্রান্তি ছিল। সেটা দ্রুত মিটিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন- বদলেছে রাজনীতির ধরন, সময়ের সঙ্গে পরিবর্তনে আসে সাফল্য, বাম-কংগ্রেসকে বার্তা অভিষেকের

 

 

Previous articleবদলেছে রাজনীতির ধরন, সময়ের সঙ্গে পরিবর্তনে আসে সাফল্য, বাম-কংগ্রেসকে বার্তা অভিষেকের
Next articleঅ্যাক্রোপলিসের উদ্যোগে মিস্টি মস্তি উৎসব ৩.০