Lata Mangeshkar : “মা স্বরস্বতীর বিসর্জনের দিন চলে গেলেন লতাজি”

মনোময় ভট্টাচার্য

মানুষের দেহ তো নশ্বর। মানুষ তো অমর নয় । তাই যেতে তো হবেই। একদিন না একদিন সবাইকেই যেতে হবে। কিন্তু (Lata Mangeshkar) লতা মঙ্গেশকরের চলে যাওয়াটা একটা অন্যরকম দুঃখ । ভাষায় বলা যায় না। ঘটনাচক্রে আজই সরস্বতী পুজোর বিসর্জনের দিন । আর আজই আমাদের সরস্বতীও আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। সুস্থ থাকুন। নিজের সুরের মধ্যে থাকুন । আর উনার অপার সৃষ্টি নিয়ে আমরা থাকি। সারা জীবন তিনি তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। লতা মঙ্গেশকরের শেষ হতে পারেনা।

 

 

Previous articleVvs Laxman: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের প্রশংসায় ভিভিএস লক্ষণ
Next articleRupankar Reaction: “বসন্তের কোকিল আমাদের ছেড়ে চলে গেলেন”