Rupankar Reaction: “বসন্তের কোকিল আমাদের ছেড়ে চলে গেলেন”

"নিজের প্রেমিকার কণ্ঠস্বর হবে লতা মঙ্গেশকরের মতো", স্মৃতিচারণায় রূপঙ্কর

রূপঙ্কর বাগচী, সঙ্গীতশিল্পী

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) প্রয়াত- এটা ভাবতে খুবই খারাপ লাগছে। ওঁর বয়স হয়েছিল ঠিকই, কিন্তু তাও উনি আমাদের ছেড়ে চলে যাওয়া মানে বসন্তের (spring) কোকিল আমাদের ছেড়ে চলে যাওয়া। আর চলে গেলেন বসন্তের (spring) শুরুতেই।

আরও পড়ুনঃ Lata Mangeshkar : “মা স্বরস্বতীর বিসর্জনের দিন চলে গেলেন লতাজি”

আরও পড়ুনঃ Lata Mangeshkar: পন্ডিত নেহেরু কেঁদে ফেলেছিলেন লতার গান শুনে

ছোটবেলা থেকেই ওঁর গান শুনে বড় হওয়া। যেকোনো রকম পরিস্থিতিতে তাঁর গান মন ভালো করে দিত। লতাজির কণ্ঠস্বর শুনে মনে হত, আমার প্রেমিকার কণ্ঠস্বর হবে লতার মতো। অমোঘ আকর্ষণ। দেশের সঙ্গীতজগৎকে সমৃদ্ধ করেছেন লতা মঙ্গেশকর। এরকম একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, খুবই খারাপ লাগছে। আজ একটা গান মনে পড়ছে, “না কোই উমঙ্গ হ্যায়, না কই তরঙ্গ হ্যায়, মেরে জিন্দেগি হে ক্যায়া, এক কাটি পতঙ্গ হ্যায়।”

 

 

 

Previous articleLata Mangeshkar : “মা স্বরস্বতীর বিসর্জনের দিন চলে গেলেন লতাজি”
Next article‘আমি তো শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চাইতাম’, লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বললেন উস্তাদ রশিদ খান