জোজো

লতা মঙ্গেশকরকে (Lata mangeshkar) নিয়ে কী বলব? তাকে নিয়ে কিছু বলতে গেলেই ভাষা ফুরিয়ে যায় । ছোট থেকেই জেনে এসেছি তিনি সরস্বতী। সত্যিই সরস্বতী । তাকেও নিয়ে আমার কীই বা বলার আছে । শুধু এটুকুই বলব, কেউ যদি গান শিখতে চান, গানকে একটু হলেও জানতে চান তাহলে সারাদিন লতা মঙ্গেশকরের গান শুনলেই হবে। তার নানা ধরনের গান শুনলেই গান সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে । গানকে জানা যাবে । তিনি নিজেই একটি প্রতিষ্ঠান । তার কাজকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করলে একটু হলেও গান শেখা যাবে বলে আমার মনে হয়।
