“আচ্ছা লাগা/লাগে রাহো”, লতাজির দুটি শব্দ গুরুমন্ত্র আমার জীবনে: অনীক ধর

কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকারের প্রয়াণে গায়ক অনিক ধরের শোকবার্তা

“বয়স হয়েছিল, অনেকদিন ধরেই ভুগছিলেন। কিন্তু এভাবে উনি ছেড়ে চলে যাবেন বুঝতে পারিনি। ভেবেছিলাম সেরে উঠবেন, বাড়ি ফিরবেন। কিন্তু সব শেষ। সরস্বতী পুজোর(Saraswati Puja) সময় সকাল সকাল এমন দুঃসংবাদ আমি কল্পনাও করতে পারছি না। তিনি নেই, মেনে নিতে সত্যি কষ্ট হচ্ছে।” কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে প্রতিক্রিয়া অনীক ধরের(Anik Dhar)।

আরও পড়ুনঃ ‘আমি তো শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চাইতাম’, লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বললেন উস্তাদ রশিদ খান

আরও পড়ুনঃ “দ্বিতীয় লতা মঙ্গেশকর আর তৈরি হবে না”, সুর সম্রাজ্ঞীর প্রয়াণে বললেন লোপামুদ্রা মিত্র

বিশ্ববাংলা সংবাদকে প্রতিক্রিয়া দেওয়ার সময় কার্যত গলা ধরে গিয়েছিল সঙ্গীত শিল্পী অনীকের(Anik Dhar)। তবু স্মৃতির সরণি বেয়ে অনীক জানালেন, একটি অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। লতাজির কাছে যাওয়ার পরম সৌভাগ্য হয়েছিল দুবার। একবার অনীকের গান শুনে সুর সম্রাজ্ঞীর ছোট্ট প্রতিক্রিয়া ছিল, “আচ্ছা লাগা/লাগে রাহো”। এবং এই দুটি শব্দই অনীকের জীবনে এখনও গুরুমন্ত্র হয়ে আছে।

 

Previous articleLata Mangeshkar:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজী পার্কে লতার শেষকৃত্য সম্পন্ন হবে
Next articleLata Mangeshkar : “লতাজির গান গাওয়ার ধৃষ্টতা কোনোদিন হয়নি”