Monday, November 3, 2025

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে পারদর্শী ছিলেন, শর্মিলার স্মৃতিচারণায় “অজানা” লতা

Date:

Share post:

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানে একটি নয়, ভারতীয় সঙ্গীত জগতে বেশ কয়েকটি যুগের অবসান হল। লতা মঙ্গেশকরের স্মৃতিচারণা করতে গিয়ে নস্টালজিক বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলার বয়স যখন মাত্র চার, সেই ১৯৪৮ সালে লতা ‘মহল’ ছবিতে প্লে-ব্যাক করেছিলেন। এরপর শর্মিলার নিজের ছবিতেও কন্ঠ দিয়েছেন লতা। কন্ঠ দিয়েছেন শর্মিলা কন্যা সোহা আলি খানের ছবিতেও। ফলে লতা মঙ্গেশকর কোনও একটি বা দুটি নয়, কিংবদন্তি ছিলেন কয়েক প্রজন্মের শিল্পী। লতা মঙ্গেশকরের রেকর্ডিং খুব কাছ থেজে দেখেছেন শর্মিলা।

রিহার্সালের পর এক টেকেই সহজে গান গেয়ে দিতেন। নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল দায়বদ্ধ ও পরিশ্রমী ছিলেন লতা মঙ্গেশকর।

 

গানের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের অনেক জানা-অজানা কথা বেরিয়ে এলো শর্মিলা ঠাকুরের মুখ থেকে। লতার ক্রিকেট প্রেম নিয়ে বলতে গিয়ে শর্মিলা জানান, ”লতাজি ক্রিকেটের খুব ভক্ত ছিলেন”। ক্রিকেটারদের নিয়েও গান গেয়েছেন তিনি। তবে যেটা অনেকেই জানেন না, তা হল লতার ছবি তোলার নেশা। শর্মিলার কথায়, ”উনি দারুন ফটোগ্রাফার ছিলেন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ছিল ওঁর শখ। ওঁর পরিবার সেউ সমস্ত ছবির প্রদর্শনী করতে পারেন।”

 

লতার মঙ্গেশকরের উর্দু উচ্চারণ নিয়েও অজানা তথ্য তুলে ধরেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “প্রথমের দিকে যখন একটা সময় যাঁরা গীতিকার ছিলেন তাঁদের অনেকেই উর্দু ব্যবহার করতেন। তাঁদের অনেকেই লতার উর্দু উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শামশেদ বেগম, নুর জাহানের পরে এসেছিলেন তিনি, তাই তাঁর উর্দু নিয়ে চর্চা হত। এরপর তিনি নিয়ম করে উর্দুর ক্লাস করে নিজের উচ্চারণ বদলে ফেলেন।”

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...