Friday, November 7, 2025

Saraswati Puja : দু’ মণ বাদামের খোসায় পূজামণ্ডপ ; কৌতুহলীদের ভিড়

Date:

খায়রুল আলম , ঢাকা

 

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে বাদামের খোসা দিয়ে সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। পুরসভার নয়াপাড়ায় বাদামের খোসা দিয়ে তৈরি এই মণ্ডপ দেখতে উৎসুক মানুষের সমাগম হয়। প্রায় ৮০ কেজি বাদামের খোসায় তৈরি করা হয়েছে মণ্ডপ। একটি বাদামের খোসার ভিতর রাখা হয়েছে প্রতিমাকে।

নবীন সংঘ নামে একটি সংগঠনের ৩৫ জন যুবক প্রায় দেড় মাস কাজ করে এই মণ্ডপটি তৈরি করেছে। প্রতি কেজি ৭০ টাকা বাদামের খোসায় মোট খরচ পড়েছে ৫ হাজার ৬০০ টাকা। আর আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা।

জানা গিয়েছে, প্রতিমায় বাদামের খোসার পাশাপাশি গম ব্যবহার করা হয়েছে। কাঠের ওপর আঠা দিয়ে খোসা লাগানো হয়েছে। ফাঁকা স্থানগুলোতে ব্যবহার করা হয়েছে কাঠের গুড়ো।

খুবই সূক্ষ্মভাবে কাজটি করতে হয়েছে।

 

নবীন সংঘের সব সদস্য কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনো পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্যরা কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। দিনরাত খেটে প্রায় দেড় মাস সময় লেগেছে গেটসহ পুজোমণ্ডপ তৈরিতে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, নবীন সংঘের সভাপতি ড. দীনেশ মণ্ডলের বাড়িতে আমরা সব সময় সরস্বতী পূজার আয়োজন করি। প্রতিমা এনেছি শহরের মুন্সিরহাট থেকে। তারপর প্রতিমা সাজানোর কাজ করতে হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কাজ করছি।

এর আগেও আমরা ৫০ হাজার কফির কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার ককশিট, কাঠের গুঁড়া, দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে প্রধান উপাদান বাদামের খোসা।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version