Monday, August 25, 2025

খায়রুল আলম , ঢাকা

 

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে বাদামের খোসা দিয়ে সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে। পুরসভার নয়াপাড়ায় বাদামের খোসা দিয়ে তৈরি এই মণ্ডপ দেখতে উৎসুক মানুষের সমাগম হয়। প্রায় ৮০ কেজি বাদামের খোসায় তৈরি করা হয়েছে মণ্ডপ। একটি বাদামের খোসার ভিতর রাখা হয়েছে প্রতিমাকে।

নবীন সংঘ নামে একটি সংগঠনের ৩৫ জন যুবক প্রায় দেড় মাস কাজ করে এই মণ্ডপটি তৈরি করেছে। প্রতি কেজি ৭০ টাকা বাদামের খোসায় মোট খরচ পড়েছে ৫ হাজার ৬০০ টাকা। আর আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা।

জানা গিয়েছে, প্রতিমায় বাদামের খোসার পাশাপাশি গম ব্যবহার করা হয়েছে। কাঠের ওপর আঠা দিয়ে খোসা লাগানো হয়েছে। ফাঁকা স্থানগুলোতে ব্যবহার করা হয়েছে কাঠের গুড়ো।

খুবই সূক্ষ্মভাবে কাজটি করতে হয়েছে।

 

নবীন সংঘের সব সদস্য কাজল চন্দ্র দাসের নেতৃত্বে কাজ করেছেন। এখানে কোনো পেশাদার শিল্পী নেই। আমাদের সংঘের সদস্যরা কেউ কাঠমিস্ত্রি, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী। দিনরাত খেটে প্রায় দেড় মাস সময় লেগেছে গেটসহ পুজোমণ্ডপ তৈরিতে।

সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস বলেন, নবীন সংঘের সভাপতি ড. দীনেশ মণ্ডলের বাড়িতে আমরা সব সময় সরস্বতী পূজার আয়োজন করি। প্রতিমা এনেছি শহরের মুন্সিরহাট থেকে। তারপর প্রতিমা সাজানোর কাজ করতে হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কাজ করছি।

এর আগেও আমরা ৫০ হাজার কফির কাপ দিয়ে প্রতিমা গড়েছিলাম। এবার ককশিট, কাঠের গুঁড়া, দড়ি দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ও পূজার মঞ্চ। তবে প্রধান উপাদান বাদামের খোসা।

 

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version