Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পোলার্ডদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল। ম‍্যাচের সেরা চার উইকেট নেওয়া যুজবেন্দ্র চ‍্যাহাল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

২) শারীরিক অবস্থার উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। রবিবারও ভেন্টিলেশন থেকে ছাড়া হল না তাকে। হৃদযন্ত্রের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল, এমনকি  হৃদস্পন্দনও নিয়ন্ত্রণে রয়েছে বলে এদিন জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৩) সোমবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই ড্র করে লাল-হলুদ ব্রিগেড। সোমবার ওড়িশার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

৪) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ  চ‍্যাম্পিয়ন ভারত। ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার ২০২২, এই নিয়ে পাঁচ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। ফাইনালে দুরন্ত বোলিং রাজ বাওয়ার।

৫) কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। শোকজ্ঞাপন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মিতালি রাজদের।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleAccident:নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত ৪