রবিবার চিরবিদায় নিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার শিলিগুড়ি শহরে পদযাত্রা করল তৃণমূল (Tmc)। অরূপ বিশ্বাস (Arup Biswas), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), গৌতম দেবের (Goutam Dev) নেতৃত্বে মিছিলে পা মেলান হন উত্তরবঙ্গের শিল্পীরা। শিলিগুড়ির (Siliguri) বাঘাযতীন পার্কে লতা মঙ্গেশকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক রাজ চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এরপরে, গান গেয়ে পদযাত্রা করেন তাঁরা। ছিলেন শিলিগুড়ি শহরের সংস্কৃতিপ্রেমী ও শিল্পীরা।
মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “লতা মঙ্গেশকরের মৃত্যুতে আমরা শোকাহত। যতদিন সূর্য, চন্দ্র, তারা থাকবে ততদিন আর লতা মঙ্গেশকরের মতো সঙ্গীতশিল্পীদের নাম থাকবে”। রাজ চক্রবর্তী বলেন, “আমরা শোকাহত লতা মঙ্গেশকরের মৃত্যুতে। তিনি অনেক গান উপহার দিয়ে গিয়েছেন যা থেকে যাবে চিরজীবন। তার জায়গা কেউ কখনও নিতে পারবে না।”