কোভিড আতঙ্ক কাটিয়ে মুক্তি পেয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এবং ‘বাবা বেবিও’। আর মাত্র তিনদিনেই ১ কোটি ছুঁল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)। টুইটারে সিনেমার সাফল্যের কথা শেয়ার করলেন প্রযোজক মহেন্দ্র সোনি। অন্যদিকে ‘বাবা বেবিও’ (Baba Baby O) তিন দিনে তাঁদের বক্সঅফিস কালেকশন ৫৫ লক্ষ টাকা।

আরও পড়ুন-সংসদে ভাষণ নিয়ে মোদিকে নিশানা কেজরিওয়ালের, টুইটে বাকযুদ্ধে ২ মুখ্যমন্ত্রী

সোমবার সকালে ট্যুইট করে মহেন্দ্র সোনি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’এর পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘১ কোটি ছাড়িয়ে গেল ৩ দিনে!’ তার সঙ্গে রসিকতা করে জুড়ে দিয়েছেন একটা লাইন, ‘কেমন লাগল?’

এবারও কাকাবাবুর চরিত্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একাধিকবার এই ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। পুজো, ক্রিসমাস সমস্ত বড় ছুটি কাটিয়ে শেষে নতুন বছরে ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’(Kakababur Protyaborton)। সিনেমাহলে দর্শক হওয়া নিয়ে আশঙ্কার বাণী শোনা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের গলাতেও। এর ঠিক উলটোই দেখা গিয়েছে হলে। দর্শকরা ভিড় জমিয়েছেন ‘কাকাবাবু’-কে দেখতে। শহর থেকে শহরতলি সব জায়গায় রমরমিয়ে চলছে কাকাবাবু।

