এখনও হাল্কা জ্বর রয়েছে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের (Surajit Sengupta)। ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। সুরজিতের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে বলে জানান হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

এদিন হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত। ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৫-৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। চিকিৎসক অজয় কৃষ্ণা সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সুরজিতের। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুরজিৎ সেনগুপ্তের শ্বাসযন্ত্রের সমস্যা ছিল।”
আরও পড়ুন:Sc EastBengal: ওড়িশা ম্যাচে হারলেও, দলের খেলায় খুশি লাল-হলুদ কোচ
