Sc EastBengal: ওড়িশা ম‍্যাচে হারলেও, দলের খেলায় খুশি লাল-হলুদ কোচ

মারিও বলেন, ছেলেরা যে ভাবে লড়াই করছে, তাতে তাঁদেরই জেতা উচিত ছিল। তবে দুরন্ত লড়াই করেছে দল।

গত সোমবার ওড়িশা এফসির ( Odisha Fc) বিরুদ্ধে ড্র করেও, হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে ( Sc EastBengal)। গোল করলেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। তবে দল হারলেও, দলের খেলায় খুশি এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা। তিনি বলেন, ছেলেরা যে ভাবে লড়াই করছে, তাতে তাঁদেরই জেতা উচিত ছিল। তবে দুরন্ত লড়াই করেছে দল।

সাংবাদিক বৈঠকে রিভেরা বলেন, “আমার মনে হয় ম্যাচটা আমরা জিততে পারতাম। আমরা ওদের থেকে ভাল খেলেছি। বেশি সুযোগও পেয়েছি। কিন্তু গোল করতে পারিনি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে। এই ভুল গুলোই ঠিক করতে হবে।”

শেষ ম‍্যাচে হারের পর, শেষ চারে যাওয়া আশা টুকুও শেষ হয়ে গেল লাল-হলুদের। তবে এই সব ভাবতে চাননা লাল-হলুদ কোচ। বরং তিনি বাকি ম‍্যাচ গুলো জিতে লিগ শেষ করতে চান। এই নিয়ে মারিও বলেন,” পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। সে ভাবেই পরিকল্পনা করব। বাকি ম্যাচগুলি জিততে চাই।”

আরও পড়ুন:রাজ‍্যে ফের শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা


Previous articleSiliguri: এবার তৃণমূলকে সুযোগ দিন: শিলিগুড়িতে ভোট প্রচারে আবেদন ফিরহাদের
Next articleলতা মঙ্গেশকরের ভাইকে রেডিও-র চাকরি থেকে বরখাস্ত করেছিল কংগ্রেস! কী বলছেন মোদি