Saturday, August 23, 2025

হিজাব বিতর্ক: কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু পড়ুয়াদের হিজাব পরার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছে কর্ণাটকে(Karnataka)। এহেন পরিস্থিতির মাঝেই এবার পদক্ষেপ নিলেন সেখানকার মুখ্যমন্ত্রী(CM) বাসবরাজ বোম্মাই(Basavaraj Bommai)। কোনরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ৩ দিনের জন্য কর্নাটকের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন তিনি।

এদিন এক টুইট বার্তায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লেখেন, “আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের ম্যানেজমেন্টের পাশাপাশি কর্ণাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি আগামী তিন দিনের জন্য সমস্ত হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।” এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৫ কলেজ পড়ুয়া তরুণী। আজ এই মামলার শুনানি চলাকালীন আদালতের তরফে স্টুডেন্ট ও সমস্ত মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়। বিচারপতি কৃষ্ণা শ্রীপাদ বলেন, জনগণের বুদ্ধিমত্তার ওপর পূর্ণ ভরসা রয়েছে আদালতের। আদালত গোটা বিষয়টি বিবেচনাপূর্ণ ভাবে দেখছে। বুধবারও এই মামলার শুনানি রয়েছে আদালতে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক চরম আকার নিয়েছে। কর্নাটকের এক সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে কিছু ছাত্রীর হিজাব পরার ঘটনা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। উদুপির (Udupi) একটি কলেজে শুরু হওয়া হিজাব সমস্যা জেলার অন্যান্য স্কুলেও ছড়িয়ে পড়ে। কুন্দাপুরার (Kundapura) একটি সরকারি কলেজ সেখানে ছাত্রীদের হিজাব পরে কলেজে আসতে না করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে হিজাবের বিরুদ্ধে হিন্দু ছাত্ররা গেরুয়া শাল গায়ে দিয়ে কলেজ আসতে শুরু করে। এহেন অবস্থায় যেকোনো দিন পরিস্থিতি হিংসাত্মক রূপ নিতে পারে আশঙ্কা করে ৩ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল সরকার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version