Friday, December 19, 2025

Mamata: খেলা হবে, অখিলেশ জিতবে: উত্তরপ্রদেশ থেকে বিজেপি হটানোর ডাক মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে অখিলেশ যাদবকে (Akhilish Yadav) পাশে নিয়ে লখনউতে (Lakhnow) জনসভার পরে যৌথ সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেখান থেকেই ফের তুললেন “খেলা হবে” স্লোগান। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান স্লোগান ছিল “খেলা হবে”। তৃণমূল নেত্রী বললেন বিজেপিকে তাড়াতে হবে। “খেলা হোগা, অখিলেশ জিতেগা”। দুর্নীতিগ্রস্ত বিজেপি (Bjp ) সরকারকে উত্তর প্রদেশ থেকে নির্মূল করার বার্তা দিলেন মমতা।

উত্তরপ্রদেশের অনেক জায়গাতেই রয়েছেন বাঙালিরা। তাদের জন্য কী বার্তা দিতে চান তৃণমূল নেত্রী? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, “বাঙালি-অবাঙালিদের মধ্যে আমি কোনও ফারাক করি না। সবাইকে বলব অখিলেশকে সমর্থন করতে।” ৩ মার্চ বারাণসীতে ফের সমাজবাদী পার্টির সমর্থনে জনসভা করতে যাবেন বলে জানান মমতা।

পেগাসাস নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। বলেন, “সব জায়গায় পেগাসাস কাণ্ড ঘটাচ্ছে বিজেপি।” বাংলার তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। মোদি সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, কোভিডের সময় “লোক দেখাতে” কেন্দ্র ছমাসের জন্য ৫ কেজি চাল দিয়েছিল। কিন্তু বাংলায় রাজ্য সরকার বিনামূল্যে ৬ কেজি চাল এখনও দিচ্ছে।

কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে গিয়ে অখিলেশের হয়ে প্রচার করতে হচ্ছে? কেনই বা বিজেপিকে তাড়াতে তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছেন? তাহলে কি একা সমাজবাদী পার্টি উত্তর প্রদেশ থেকে বিজেপিকে হারাতে পারবে না? এর উত্তরে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, “বিজেপিকে হারাতে অখিলেশ একাই যথেষ্ট। কিন্তু লড়াইয়ের সময় সবাইকে জোটবদ্ধ হতে হয়।”

যেভাবে বাংলায় নির্বাচনী প্রচারে গিয়ে রীতিমতো হাতে ফুটবল নিয়ে “খেলা হবে” স্লোগান তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। একইভাবে ফুটবল নিয়ে তিনি বিজেপিকে হটানোর ডাক দিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ফের আসবেন উত্তরপ্রদেশে।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশে বিজেপি হারবে: অখিলেশের হয়ে সুর তুললেন মমতা

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...