Wednesday, November 5, 2025

MBA পড়ুয়াকে অপহরণ করে গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট, চাঞ্চল্য দিল্লিতে

Date:

খোদ রাজধানীর বুকে এমবিএ((MBA) পড়ুয়াকে অপহরণ করে গান পয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিল্লিতে। দিন তিনেক আগে ওই পড়ুয়া ফিনাইল খেয়ে আত্মহত্যার(Suicide) চেষ্টা করে। এরপর মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ(Delhi police)। খোঁজ চলছে আরো দুইজনের।

জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসের ২৩ তারিখ তাকে অপহরণ করা হয়। গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করা হয়। এরপর চলে ব্ল্যাকমেইলিং। আরও একটি ভিডিও তোলা হয় তাঁর, যেখানে সঙ্গে গাঁজা, চরস ও পিস্তল দেখা গিয়েছে। এই ভিডিও দু’টি দেখিয়ে ওই ছাত্রের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। নচেত ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয়। এই অবস্থায় পরিবার ৫ লক্ষ টাকা দেয় দুষ্কৃতীদের। যদিও এরপরেও ওই ছাত্রের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাঁর বন্ধু ও আত্মীয়দের মধ্যে। এমনকি পয়লা ফেব্রুয়ারিতে নতুন করে পরিবারকে হুমকি দেওয়া হয়, বাকি ১৫ লক্ষ টাকা না মেটালে এমবিএ পড়ুয়াকে খুন করা হবে। চূড়ান্ত অপমানিত হয়ে পরিস্থিতির চাপে আত্মহত্যার চেষ্টা করে পড়ুয়া।

আরও পড়ুন:বিজেপিকে ভোট দিতে বারণ করে ‘হুমকি’ খোদ দলীয় নেত্রীর!

এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই এমবিএ ছাত্র। পরিবারের অভিযোগ, এক পুলিশ কনেস্টবল ধর্মপাল উলটে ওই ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন। অসহায় পরিস্থিতিতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্র। যদিও পুলিশ জানিয়েছে, ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দোষীদের খোঁজ চলছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version