Thursday, August 21, 2025

Abhijit Binayak Banerjee : অবিলম্বে ছোটদের স্কুল খুলে দেওয়া হোক , পরামর্শ নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের

Date:

এখনই খুলে দেওয়া হোক ছোটদের স্কুল। রাজ্য সরকারের উচিৎ অবিলম্বে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা। স্কুল শিক্ষা নিয়ে এমনই অভিমত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Binayak Banerjee ) । বুধবার একটি আলোচনা চক্রে এই মত প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

কোভিড সংক্রমণের জেরে প্রায় দু’বছর ধরে বন্ধ ছিল স্কুল। তার সাংঘাতিক কুপ্রভাব পড়েছে শিশু শিক্ষায়। কিন্তু কতটা প্রভাবিত হয়েছে শিশুশিক্ষা? এ নিয়ে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট (ASER) তথা বার্ষিক শিক্ষার মানের রিপোর্ট নিয়ে বুধবার শহরের একটি পাঁচতারা হোটেলে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেখানেই নিজের বক্তব্য পেশ করার সময় এই পরামর্শ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

এই রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গেছে, কোভিডকালে প্রায় ৯০ শতাংশ পড়ুয়ার নাম স্কুলে নথিভুক্ত থাকলেও শিক্ষার মান ১০ শতাংশ পড়ে গিয়েছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও যেতে পারেনি। তাদের ক্ষেত্রেই এই সমস্যা সবথেকে বেশি। অর্থাৎ সার্বিকভাবে শিক্ষার মান এই দু বছরে অনেকটাই পড়ে গিয়েছে। এই প্রেক্ষিতেই রাজ্য সরকারকে অবিলম্বে স্কুল খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ । তিনি এদিন বলেন, ”এখনই স্কুল খুলে দেওয়া হোক।

সিলেবাস কীভাবে শেষ হবে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই। কারণ পড়াশোনা নিয়মিতভাবে শুরু হয়ে গেলে আমার ধারণা মাস কয়েকের মধ্যেই শিক্ষক ও ছাত্ররা মিলে সিলেবাস শেষ করে ফেলতে পারবেন। শিক্ষকদের আমার পরামর্শ সিলেবাস নিয়ে না ভাবার প্রয়োজন নেই। শিশুদের খামতি দেখে আগে সেটা মেটানো দরকার। স্কুলে না গিয়ে গিয়ে পড়ুয়াদের বিদ্যাভাস -এর অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে । স্কুল খুলে দিয়ে অবিলম্বে তাদের নিয়মিত পঠন-পাঠনের মধ্যে ফিরিয়ে আনতে হবে। “

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version