Friday, August 22, 2025

WB Municipal Election: প্রার্থী অসন্তোষ! দলের মনোনীত প্রার্থীর পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি নেত্রী

Date:

Share post:

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই বিজেপি অন্তর্কলহের ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। পুরভোটের প্রার্থী তালিকায় কেন তাঁর নাম নেই সেই রাগে মনোনীত প্রার্থীর সমস্ত পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি নেত্রী বেবি কোলে।এমনকী ভোটে ভোট দিলে  ‘দেখে নেওয়া’র হুমকি দিলেন স্থানীয় বাসিন্দাদের।অন্যদিকে আলিপুরদুয়ারের ছবিটাও একইরকম। প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ বিজেপি নেতা ও তাঁর মেয়ে সটান নির্দল প্রার্থী হিসাবে তাঁর মনোনয়ন জমা দিলেন।

রাজ্যের পুরভোটের আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। সোমবার ১০৮ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপির অন্দরের কলহের ছবি আরও স্পষ্ট হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় মনোনীত প্রার্থী নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে দেওয়াল লিখন মুছে দেওয়ার ঘটনার খবর উঠে আসে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের চিত্রটা একইরকম।

আরও পড়ুন:অরুণাচল প্রদেশে তুষারধসের কবলে পড়া ৭ সেনা জওয়ানের দেহ উদ্ধার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী মৌসুমী দাস। তাঁর সমর্থনে পোস্টার পড়ার পরই চটেছেন দলের ‘বিক্ষুদ্ধ’ নেত্রী বেবি কোলে। তাঁর অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা ৩ লক্ষ টাকার বিনিময়ে পুরভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাও আবার পুরভোটের দায়িত্বপ্রাপ্ত অন্য এক নেতার মাধ্যমে! কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। সেকারণেই প্রার্থীও করা হয়নি।

অন্যদিকে তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন আশিষ। তাঁর ইচ্ছে ছিল, দলের সমর্থন নিয়ে নির্দল হিসেবে এবারের পুরভোটে লড়বেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বিজেপি স্থানীয় নেতৃত্ব। তাই দলকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন আলিপুরদুয়ার শহরের ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিজেপি নেতা আশিষ দত্ত। আর ১৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তাঁর মেয়ে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...