Thursday, August 21, 2025

Jammu & Kashmir:উপত্যকায় বড় সাফল্য কাশ্মীর পুলিশের, নাশকতার ছক বানচাল করে গ্রেফতার ১১ জঙ্গি

Date:

সন্ত্রাসবাদী নাশকতার ছক বানচাল করে ফের বড়সড় সাফল্য পেল কাশ্মীর পুলিশ। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অন্ততনাগ এলাকায়। অভিযান চালিয়ে জঙ্গিদের টার্গেট পূরণের আগেই হামলার ছক ভেস্তে দেয় কাশ্মীর পুলিশ। গ্রেফতার করে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর মোট ১১ সদস্যকে। উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন:Weather Forecast:ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বুধেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

পুলিশ জানিয়েছে, অন্তন্তনাগ এলাকায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। টার্গেট ছিল পুলিশ ও সেনার কনভয়। কিন্তু তার আগেই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চালিয়ে জঙ্গিদের ছক বানচাল করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে অন্ততনাগের পুলিশ জইশ-ই-মহম্মদের দু’টি সন্ত্রাসবাদী মডিউল ধ্বংস করে। এছাড়াও তিনটি হাইব্রিজ সন্ত্রাসবাদী-সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রচুর গোলা-বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশের সূত্রের খবর, “নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ অনন্তনাগের শ্রীগুফওয়ারা বিজবেহারা এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই খবর পাওয়ার পরই বিভিন্ন স্থানে একাধিক চেকপয়েন্ট তৈরি করা হয়।” চেকপয়েন্টে তল্লাশি চালানোর সময় একটি বাইকে থাকা তিন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র-সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই বাকিদের হদিশ মেলে। ধৃতদের এখনও জেরার কাজ চলছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version