Saturday, August 23, 2025

Weather Forecast:ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বুধেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

Date:

বাড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে শহর কলকাতা। সকাল থেকেই ব্যহত যান চলাচল। তবে বেলা বাড়লে কেটে যাবে কুয়াশার প্রলেপ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালের তুলনায় মঙ্গলবার একলাফে ২ ডিগ্রি বেড়ে কলকাতার তাপমাত্রা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ এবং বৃহস্পতিবার ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:WB Municipal Election: প্রার্থী অসন্তোষ! দলের মনোনীত প্রার্থীর পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি নেত্রী

প্রায় শেষের পথে শীতের ইনিংস। সেখানেও ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ আজ  বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।  এদিকে রাজ্যে আগামী কয়েকদিনে, শীতের প্রভাব আরও কমবে। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। একইসঙ্গে বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টি হবে আজ থেকেই। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে। তবে তারপর থেকে আগামী তিন থেকে চার দিন রাজ্যজুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কুয়াশার প্রভাব সবথেকে বেশি থাকবে। সেক্ষেত্রে আগামিকাল সকালের দিকে এই তিন জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version